হবিগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষ, নিহত ৪

হবিগঞ্জের মাধবপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

মঙ্গলবার (১৫ মে) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার হরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটমুখী শ্যামলী পরিবহনের একটি বাস সকালে হরিতলা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন নিহত হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি (তদন্ত) মো. জসিম উদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ছাড়া দুর্ঘটনার পরপরই মহাসড়কে আধাঘণ্টা যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

নিহতদের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে আর গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় আক্রান্ত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে বলে জানান ওসি জসিম উদ্দিন।

রাসেল/