জেলা শহরের ইনাতাবাদ এলাকায় আজ দুপুরে জুয়েল আহমেদ (৩৮) নামে এক ব্যক্তি বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল জেলার আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও এলাকার হাজী আব্দুর রহমানের পুত্র। তিনি শহরের ইনাতাবাদ এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।
জুয়েলের পরিবারের বরাত দিয়ে হবিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ উম্মেদ আলী শামীম জানান, আজ দুপুরে গোসল শেষে বাড়িতে টানানো তারে কাপড় শুকানোর জন্য দিতে যান জুয়েল। এ সময় অসাবধানতাবশত ভেজা কাপড় বিদ্যুতের তারে লেগে তিনি স্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন জুয়েলকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মুখলেছুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান