জেলার বানিয়াচং উপজেলার হবিগঞ্জ-বানিয়াচং সড়কে শুটকী নদীর সেতুর নিচে বিষ দিয়ে মাছ শিকারের অপরাধে রুহুল আমিন নামে এক ব্যাক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার-এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ জরিমানা করে। এ সময় বিষ দিয়ে শিকার করা বিপুল পরিমাণ মাছ জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার জানান, শনিবার সকালে শুটকী নদীতে বিষ দিয়ে মাছ শিকার করা হচ্ছে-এই মর্মে খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, অভিযানকালে মোহাম্মদপুরের কালিগাঠটেকের সাইফুল ইসলামের পুত্র রুহুল আমিনকে আটক করা হয়। পরে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং মুচলেকা রাখা হয়েছে। এ সময় বিষ দিয়ে শিকারকৃত বিপুল পরিমাণ মাছ জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান