হবিগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় শিশু নিহত

হবিগঞ্জের সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের গদাইনগর গ্রামে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় এক শিশু নিহত হয়েছে।

সোমবার (৯ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম জেসমিন আক্তার (৪)। সে ওই গ্রামের কদর আলীর মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জেসমিন সোমবার দুপুরে মায়ের সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে তাকে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাজিব চৌধুরী জানান, হাসপাতালে পৌঁছার আগে সে মারা যায়।

আজকের বাজার/একেএ