হবিগঞ্জ জেলার নবীগঞ্জে বয়লারের চুলা বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার ওসমানী সড়কের টেকাদীঘি বয়লারে এ বিস্ফোরণে আরও পাঁচ জন আহত হয়েছেন। নিহত নাসির মিয়া(৩৫)উপজেলার গোপিবাগ এলাকার আব্দুর রশিদের ছেলে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.আজিজুর রহমান জানান, বয়লারের চুলা অনেক পুরাতন হওয়ার কারণে বিস্ফোরণ ঘটতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান