হবিগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নাছিম রেজা। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাণ্ডের আদেশ দেয় আদালত।
কারাদণ্ডপ্রাপ্ত দীপু সরকার মাধবপুর উপজেলার একতারপুর(নোয়াহাটি)গ্রামের রাজমোহন সরকারের ছেলে। মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০৪ সালের ১৫ এপ্রিল রাত ৭টার দিকে দীপু সরকার তার মা রৌশন বালা সরকারকে ভাত দিতে বলে। এসময় মা ভাত দিতে অপারগতা প্রকাশ করলে একটি বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন তিনি। চিৎকার শুনে দীপুর বৌদি এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা এসে গুরতর আহত দুইজনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা রৌশন বালা সরকারকে মৃত ঘোষণা করেন। অন্যজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। পরে দীপু সরকারকে আটক করে মাধবপুর থানা পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।
ঘটনার পরদিন ১৬ এপ্রিল নিহত রৌশন বালার স্বামী রাজমোহন সরকার বাদী হয়ে ছেলে দীপু সরকারকে আসামি করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। ২০০৪ সালের ১৬ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা দীপু সরকারকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এ মামলায় ২৪ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে পলাতক আসামি দীপু সরকারের বিরুদ্ধে এ রায় দেন বিচারক। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান