হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ঘরে কাজ করার সময় মাটি চাপায় এক মহিলা মারা গেছেন। মৃত বেগমুন্নেছা (৫০) উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল (খাশপাড়া) গ্রামের মামদ আলীর স্ত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে।
এলাকাবাসী সুত্রে জানাযায় ওই দিন বিকেলে লোহার শাবল দিয়ে পুরোনো মাটির ঘর ভাঙ্গার কাজ করছিলেন। মাটির দেয়ালে আঘাত করার সময় হঠাৎ পুরো দেয়ালটি তার উপর পড়ে যায়। সাথে সাথে বাড়ির লোকজন তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সেখানে বেগমুন্নেছা মারা যান। শনিবার সকাল ১০টায় প্রয়াতের লাশ নিজ বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ এঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং মৃত ব্যক্তির পরিবারকে আজ আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন।
আজকের বাজার/লুৎফর রহমান