হবিগঞ্জে মানব নিরাপত্তা প্রকল্পের উদ্বোধন জাপানের রাষ্ট্রদূতের

বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি আজ হবিগঞ্জে গ্রাস রুট হিউম্যান সিকিউরিটি প্রজেক্টের (জিজিএইচএসপি) জন্য জাপান সরকারের অনুদান সহায়তাপুষ্ট একটি প্রকল্পের উদ্বোধন করেছেন।

এনজিও ‘কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’কে (সিআইএস) দেয়া অনুদানে ‘হবিগঞ্জ জেলায় কমিউনিটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের নির্মাণ’ নামক প্রকল্পটি এক হাজারেরও বেশি তরুণকে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করবে। আজ এখানে জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি আশা প্রকাশ করেন, এই কেন্দ্রটি তরুণদেরকে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে, আয়ের উৎস তৈরি করতে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক অসচ্ছলতা কমাতে সক্ষম করবে।’
তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ও সামাজিক মানব নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ১৯৮৯ সাল থেকে জাপান গ্রান্ট অ্যাসিস্ট্যান্স ফর গ্রাস-রুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্ট (জিজিএইচএসপি)-এর মাধ্যমে ২১৩টি এনজিও প্রকল্পকে সহযোগিতা করেছে।
এই জিজিএইচএসপি অনুদানের মাধ্যমে এখন পর্যন্ত বাংলাদেশে এনজিওগুলিকে মোট দেওয়া হয়েছে প্রায় ১৬.৮৫ মিলিয়ন ডলার। (বাসস)