পবিত্র শবেমেরাজের মিলাদের শিরনি বিতরণকে কেন্দ্র করে দেশি অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল শনিবার রাত ১২টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হেলাল মিয়া (৩৫) ওই গ্রামের মৃত ছনাই মিয়ার ছেলে।
নিহতের ছোট ভাই ফয়সল মিয়া জানান, পবিত্র শবেমেরাজ উপলক্ষে স্থানীয় নূরে মদিনা মসজিদে মিলাদের শিরনি বিতরণে বাধা দেয় কতিপয় যুবক। এ নিয়ে যুবকদের সঙ্গে হেলাল মিয়ার কথাকাটাকাটি হয়। পরে মসজিদ থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন হেলালের ওপর হামলা করে।
একপর্যায়ে দেশি অস্ত্র ফিকলের আঘাতে হেলাল গুরুতর আহত হন। রাত ১টার দিকে স্বজনরা হেলালকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক হেলাল মিয়াকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক মিঠুন রায় জানান, নিহত যুবকের শরীরে একটা আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অস্ত্রের আঘাত বুকের বাঁ পাশে লেগে তিনি মারা গেছেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, হাসপাতালে হেলালকে মৃত ঘোষণার পর পুলিশ বিষয়টি জানতে পেরেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকের বাজার/আরজেড