হবিগঞ্জের চুনারুঘাটে ঘরে ঢুকে রাতভর মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- উপজেলার জিগদর গ্রামের শফিক মিয়ার ছেলে মামলার প্রধান আসামি শাকিল মিয়া ও একই গ্রামের রেজ্জাক মিয়ার ছেলে হারুন মিয়া।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম জানান, শুক্রবার রাতে চুনারুঘাটের রানীগাঁও ইউপির পাহাড়ি এলাকা গরমচড়ি ফরেস্ট মাজারসংলগ্ন একটি বাড়িতে আসে একদল যুবক। পরে তারা ঘরে ঢুকে মা-মেয়ের মুখ বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়। এতে অজ্ঞান হয়ে পড়েন মা-মেয়ে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে তারা চিৎকার করেন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ইউপি সদস্যকে জানান। তিনি আরো জানান, এ ঘটনায় শনিবার রাতে তিনজনের নাম উল্লেখসহ আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী মা। পরে সাঁড়াশি অভিযান চালিয়ে রোববার বিকেলে প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়। বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান