জেলায় আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির হবিগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে দুই শতাধিক দুস্থ ও অসহায় ব্যক্তির মধ্যে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সেক্রেটারি ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর প্রমুখ উপস্থিত ছিলেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান