হবিগঞ্জে শীতে আগুন পোহাতে গিয়ে শিশুসহ দগ্ধ ৮

হবিগঞ্জের বিভিন্ন স্থানে শীতে আগুন পোহাতে গিয়ে নারী-শিশুসহ ৮ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
শীতবস্ত্র পর্যাপ্ত না থাকায় গ্রামগঞ্জের দরিদ্র পরিবারের লোকজন খড়কুটা জ্বালিয়ে আগুন পোহানোর সময় এবং পানি গরম করতে গিয়ে দগ্ধ হয়ে তারা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
আগুনে দগ্ধ এসব নারী-শিশু হলেন সদর উপজেলার তেঘরিয়া গ্রামের সিয়াম (৬), বাহুবল উপজেলার সুখচর গ্রামের সানিয়া (১৫ মাস), শহরের মোহনপুরের জিহাদ আহম্মেদ (২), চুনারুঘাট উপজেলার মহিমাউড়া গ্রামের অর্পি (৯), বাসুল্লা গ্রামের বিলকিছ (১০ মাস), কাইফ (২), বানিয়াচং উপজেলা সদরের রহিমা বেগম (৪৫) ও আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের সুমনা বেগম (২২)।
সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ দাশ এর সত্যতা নিশ্চিত করে জানান, দগ্ধদের প্রায় সকলেই গ্রামাঞ্চলের দরিদ্র মানুষ। প্রচন্ড শীতে আগুন পোহাতে গিয়ে তারা দগ্ধ হয়েছেন।
হাসপাতাল সূত্রে জানায়, গত কয়েকদিন ধরে জেলার সর্বত্র শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এর মাঝে পাহাড়ি ও হাওরাঞ্চল খ্যাত বাহুবল, চুনারুঘাট, বানিয়াচং, নবীগঞ্জ, লাখাই ও আজমিরীগঞ্জ উপজলায় মারাত্মকভাবে বেড়েছে শীতের তীব্রতা। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ