জেলায় স্বর্ণ থেকে ১ কোটি ২৪ লাখ ৬৩ হাজার ৫শ টাকা কর আদায় করা হয়েছে। জেলার তিনটি সার্কেল থেকে এ কর আদায় করা হয়।এ করের মাধ্যমে বৈধ করা হয় ১১ হাজার ৮৩৫ ভরি স্বর্ণ এবং ৯ হাজার ১৬৫ ভরি রৌপ্য। ১০৬ জন স্বর্ণ ব্যবসায়ী এ কর প্রদান করেন।
হবিগঞ্জের উপ-কর কমিশনার নাছির উদ্দিন জানান, হবিগঞ্জে ২৪ থেকে ৩০ জুন পর্যন্ত স্বর্ণ ব্যবসায়ীরা অপ্রদর্শিত স্বর্ণ ও রৌপ্যের বিপরীতে কর প্রদান করেছেন। কোন মেলা আয়োজন না করা হলেও অফিসে এসে ১০৬ জন ব্যবসায়ী এ কর প্রদান করেছেন। এর মাঝে ১৬ নং সার্কেলে ৬ হাজার ৬৩৫ ভরি স্বর্ণ এবং ৫ হাজার ৫৮০ ভরি রৌপ্য বৈধ করে কর আদায় হয়েছে ৬৯ লক্ষ ১৪ হাজার টাকা। সার্কেল ১ তে ৪৮৭৫ ভরি স্বর্ণ এবং ৩ হাজার ৮৫ ভরি রৌপ্য বৈধ করে কর আদায় করা হয়েছে ৫২ লাখ ২৪ হাজার ৫শ টাকা। সার্কেল ২২ এ ৩২৫ ভরি স্বর্ণ এবং ৫শ ভরি রৌপ্য বৈধ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার টাকা কর প্রদান করে।