জেলার শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কের রতনপুর এলাকায় ওভারটেক করতে গিয়ে একটি সিএনজি অটোরিক্সা খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ইমন (১০) নামে একটি শিশু নিহত হয়েছে।
এ দুর্ঘটনায় শিশু ইমনের পিতা শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর গ্রামের সুফি মিয়া এবং মা জাহেদা বেগমসহ চারজন আহত হয়েছেন।
আজ রোববার বিকাল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল সরকার জানান, রোববার বিকালে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিক্সা সড়কের রতনপুর এলাকায় একটি দাড়ানো গাড়ীকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে শিশু ইমন নিহত এবং তার বাবা-মাসহ চারজন আহত হন।
তিনি জানান, শিশুটির মৃতদেহ এবং আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান