হবিগঞ্জ জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৮টা ৩৭ মিনিটে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওই হাজতির নাম আবদুল হক (৩৫)। আবদুল হক বাহুবল উপজেলার পূর্ব রসুলপুর গ্রামের মৃত মধু মিয়ার ছেলে।
জানা যায়, সকাল ৬টায় শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিলে জেল কর্তৃপক্ষ আবদুল হককে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে এনে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হবিগঞ্জ জেল সুপার গিয়াস উদ্দিন দুপুর দেড়টায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৪ সালে পারিবারিক বিরোধ নিয়ে দায়ের করা একটি মামলায় আবদুল হককে কারাগারে পাঠান আদালত।
আজকের বাজার/একেএ/