বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন এলাকা থেকে একটি শোভাযাত্রা বের হয়। এতে নানা ধরণের রঙ্গিন ফেস্টুন,কৃষি যন্ত্রপাতি নিয়ে ঐতিহ্যবাহী সাজে সেজে অংশগ্রহণ করেন কৃষি, মাৎস্যবিজ্ঞান, প্রাণিসম্পদ ও প্রাণি চিকিৎসা অনুষদের শিক্ষার্থীরা ।
শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শোভযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রী হল প্রাঙ্গন ঘুরে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ে স্থাপিত মঞ্চের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন তিনি।
বেলা ১১ টায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে, আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য। দিনব্যপী আলোকচিত্র প্রদর্শনীতে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৬ জন আলোকচিত্রীর ছবি স্থান পেয়েছে। বেলা সাড়ে ১১ টায় তিনি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত ‘ফার্মার্স সাপোর্ট সার্ভিসেস’। (বাসস)