হবিগঞ্জের মাধবপুরে সায়হাম কটন অ্যান্ড ফয়সাল স্পিনিং কারখানার তুলার গুদামে বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ওই আগুন নিয়ন্ত্রণে আনতে না আনতে পাশ্ববর্তী আরেকটি গুদামে আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের সূত্রপাত জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, পুরোপুরি আগুন নেভাতে বৃহস্পতিবার সারা দিন লেগে যেতে পারে।
মাধবপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা শিমুল মো. রফি বলেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। সকাল সাড়ে ৯টায় সিলেট, হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের ইউনিট আগুন নিয়ন্ত্রণে তাদের সাথে যোগ দেয়। সায়হাম কটন ও ফয়সাল স্পিনিং কারখানার যৌথভাবে ব্যবহৃত প্রায় পাঁচ লাখ বর্গফুটের তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন, ‘দীর্ঘ চেষ্টায় আগুনের ভয়াবহতা কিছুটা কমতে না কমতে পাশ্ববর্তী আরেকটি তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তুলার বিশাল স্তুপের ভেতরে আগুন ছড়িয়ে পড়ায় তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আজ সারা দিন লেগে যেতে পারে।’
সায়হাম কটন মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার আমিনুর রহমান জানান, গুদামে প্রায় ১৫ হাজার বেল তুলা ছিল। এ অগ্নিকাণ্ডে তাদের অন্তত ৭০-৭৫ কোটি টাকার ক্ষতি হতে পারে বলে মনে করছেন তিনি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিলেটের উপপরিচালক কোবাদ আলী সরকারসহ হবিগঞ্জের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।
এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে সায়হাম টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।