হবিগঞ্জ জেলায় হবিগঞ্জ পৌরসভার দু’দিনব্যাপী পানির বিল ও করমেলা আজ শুরু হয়েছে।
আজ রোববার সকালে পৌরসভা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে এই মেলার উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নূরুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর শেখ মো. উম্মেদ আলী শামীম ও পৌর সচিব মো. ফয়েজ আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন- পৌরকাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মো. আলমগীর, অর্পনা পাল প্রমুখ।
পৌরভবনে আয়োজিত দু’দিনব্যাপী পানির বিল ও পৌরকরমেলায় প্রতিদিন সকাল হতে বিকাল ৫ টা পর্যন্ত করগ্রহন করা হবে। নাগরিকগন ১০ শতাংশ রিবেটে পৌরকর দিতে পারবেন। এসময় করদাতাগনকে সম্মাননা সনদ ও গাছের চারা উপহার দেয়া হচ্ছে।
আজকের বাজার/লুৎফর রহমান