হবিগঞ্জের বাহুবলে একটি তেলের দোকান আগুনে পুড়ে গেছে। আর এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় প্রায় ১ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল।
রোববার সকাল ১০ টার দিকে উপজেলার মিরপুর তিতারকোনায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, হঠাৎ করে রজব আলীর তেলের দোকানে আগুণ দেখতে পান স্থানীয়রা। মহুর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনে।
বাহুবল মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, মহাসড়কে বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
আজকের বাজার/শারমিন আক্তার