জেলার ২৫০ সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে অক্সিজেন সংকট নিরসনে এগিয়ে এসেছে এনজিও সংস্থা আশা। সংস্থাটির পক্ষ থেকে ওই হাসপাতালের জন্য ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আশার পক্ষ থেকে ২০টি সিলিন্ডার জেলা প্রশাসক ইশরাত জাহানের কাছে হস্তান্তর করা হয়।
সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা এর ডিভিশনাল ম্যানেজার এ কে এম তারেক, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল এর তত্বাবধায়কের প্রতিনিধি ডা. শর্মিষ্ঠা, হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত জাহান করোনাকালে অক্সিজেন সিলিন্ডার প্রদানের উদ্যোগ গ্রহণের জন্য আশা এবং দ্রুত সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য স্পেকট্রা অক্সিজেন লিমিটেডকে ধন্যবাদ জানান। তিনি প্রত্যাশা করেন এই সিলিন্ডারগুলো বিদ্যমান করোনা মহামারীতে রোগীদের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান