মার্কিন পপ তারকা নিক জোন্সের সাথে দুই মাস প্রেম করে ইতোমধ্য নিজেদের বাগদানটা নাকি সেরে ফেলেছেন বলিউডের লাস্যময়ী তারকা প্রিয়াংকা চোপড়ার । চলতি বছরেই সম্পন্ন করতে পারেন বিয়েটা।
প্রিয়াংকা চোপড়ার হলিউড যাত্রাটা শুরু হয়েছিলো আমেরিকান টিভি সিরিজ কোয়ান্টিকোর মাধ্যমে। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দেশিগার্ল খ্যাত এই তারকাকে।
এবার সে হবু বর নিককে নিয়েই বেড়াতে গেলেন ব্রিটিশ রাজপরিবারে। সদ্য বিবাহিত ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি ও মেগান মর্কেলের আমন্ত্রণে সেখানে যান প্রিয়াংকা, সঙ্গে ছিলেন তার হবু বর নিক।
জানা গেছে, ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির সঙ্গে বেশ ভালো সখ্যতা রয়েছে এই ভারতীয় তারকার। তার বিয়েতেও নিমন্ত্রণ পেয়েছিলেন তিনি। রাজপুত্রের সঙ্গে নিকের পরিচয়ও করিয়ে দেন প্রিয়াংকা। তারা বেশ কিছুক্ষণ সময়ও কাটান সেখানে।
এদিকে সালমান খানের পরবর্তী সিনেমা ‘ভারত’-এ কাজ করার কথা ছিলো প্রিয়াংকার। কিন্তু হুট করেই বিয়ের কারণে ছবিটি থেকে সরে আসেন নায়িকা। আর এতে করে বেশ চটেছেন সালমান।
আজকের বাজার/আরআইএস