হবু মন্ত্রীদের জন্য প্রস্তুত গাড়ি

মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া নতুন সদস্যদের জন্য গাড়ি প্রস্তুত রেখেছে সরকারি যানবাহন অধিদফতর। মন্ত্রিসভায় তিনজন যুক্ত হওয়ার কথা শোনা গেলেও প্রস্তুত রাখা হয়েছে ছয়টি গাড়ি।

সোমবার ১ জানুয়ারি বিকেলেই অধিদফতরের অধীন পরিবহন পুলের ওয়ার্কশপে ৬টি গাড়ি প্রস্তুত রাখা হয়।

মন্ত্রিসভায় নতুন তিনজন যোগ হওয়ার কথা থাকলেও প্রস্তুত রাখা হয়েছে অতিরিক্ত গাড়ি।

সরকারের মন্ত্রিসভার রদবদলের সিদ্ধান্ত অনুযায়ী নতুন চার মন্ত্রী শপথ নিতে যাচ্ছেন। রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে মঙ্গলবার ২ জানুয়ারি সন্ধ্যায় এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিন সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য ডাক পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

এছাড়া, তথ্যপ্রযুক্তিবিদ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বারও ডাক পেয়েছেন বঙ্গভবনে। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী কার্যালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া, বঙ্গভবনে আমন্ত্রণ পাওয়া চার জন জানিয়েছেন, মন্ত্রিপরিষদ সচিব তাদের ফোন করে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে থাকার কথা বলেছেন।

আজকের বাজার: আরআর/ ০২ জানুয়ারি ২০১৭