মুন্সীগঞ্জ শহরের সরকারি হরগঙ্গা কলেজের সামনে সোমবার মধ্যরাতে একটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়েছে। কলেজ অধ্যক্ষ আব্দুল হাই তালুকদার জানান, বিকট শব্দে বিস্ফোরণের আগুন ধরে যায়। নৈশপ্রহরী ও পাশে থাকা শিক্ষা সফরের বাসের স্টাফরা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। নির্মাণাধীন ১০ তলা ভবনের কিছু প্লাস্টিক পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, হোস্টেল গেটের বাইরে থেকে বোমাটি ছোড়া হতে পারে। এদিকে, বিকট শব্দে বোমাটি বিস্ফোরণের পর হোস্টেলের শিক্ষার্থী ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)খন্দকার আশফাকুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। কারণ উদঘাটনের চেষ্টা চলছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান