ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থনে ডাকা সকাল-সন্ধ্যা হরতালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘বিএনপি যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তা প্রমাণ হয়েছে।’
সচিবালয়ে রোববার (২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপির কোনও জনসম্পৃক্ততা নেই। হরতালে কোথাও কোনো প্রভাব পড়েনি। সবকিছু স্বাভাবিকভাবে চলছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।’
কাল (সোমবার) এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষার একদিন আগে হরতাল দেওয়া ঠিক হয়নি বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আন্দোলনের নামে জনগণের ক্ষতি হলে এবং কোনও ধরনের সহিংসতা করলে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আসাদুজ্জামান খাঁন কামাল।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় নির্বাচনে পার্সেন্টেজ কমার পেছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। ঢাকায় মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় বাসা বদল করে। অনেকসময় এক জায়গা থেকে চলে গেলে আর ভোট দিতে আসে না। তারপরও কেন কম লোক ভোট দিল সেটি গবেষণার বিষয়। বিষয়টি আরও বিশ্লেষণ করবে দল।’
তিনি আরও বলেন, ‘এবার সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এবং কোনো প্রকার ভয়-ভীতি ছাড়াই মানুষ ভোট দিতে পেরেছে। সব নির্বাচনে সহিংসতা হয়। এবার সেটি হয়নি।’
আজকের বাজার/এমএইচ