হরতালে মরিচা ধরে গেছে, এটি আর গণতান্ত্রিক আন্দোলনের কার্যকর হাতিয়ার নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজকের অর্ধদিবস হরতালে জনগণের সাড়া ছিল না বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সম্পাদকমণ্ডলির বৈঠক শেষে হরতাল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
কাদের বলেন, ‘রাজধানী ঢাকাসহ কোথাও হরতাল হয়নি। জনজীবনে হরতালের কোনো প্রভাব ছিল না। রাস্তাঘাট ও পরিবহন ব্যবস্থা সবকিছু ছিল স্বাভাবিক।’
তিনি গ্যাসের মূল্যবৃদ্ধিকে স্বাভাবিক উল্লেখ করে বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির পরও ভর্তুকি দিতে হবে। গ্যাসের মূল্যবৃদ্ধি বাস্তবসম্মত।দেশের অর্থনীতির সাথে সমন্বয়ের জন্য গ্যাসের দাম বাড়ানো হয়েছে যা যুক্তসঙ্গত বলেও মন্তব্য করেন মন্ত্রী।
গ্যাসের দাম বাড়ানোয় ভোটের রাজনীতিতে নেগেটিভ প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটা মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। দেশের অর্থনীতির কথাও আমাদের ভাবতে হয়।
আজকের বাজার/লুৎফর