হরিণাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২১ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার নারানকান্দি ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রিগান আলী (৩১) ও মোকলেছু রহমান (৩২)। নিহত রিগান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পাচলিয়া গ্রামের চাঁদ আলীর ছেলে ও মোকলেছুরের বাড়ি একই উপজেলার ঘোষবিলা গ্রামে।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আজিজুর রহমান বলেন, দুপুরের দিকে একটি ট্রাক্টর নারানকান্দি ব্রীজ পার হয়ে হরিণাকুন্ডুর দিকে যাচ্ছিল। সেসময় দুই মোটরসাইকেল আরোহী হরিণাকুন্ডু থেকে নারানকান্দি ব্রীজের উপর উঠার চেষ্টা করলে ট্রাক্টরের সাথে মুখোমুখি সংর্ঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিগান আলী ও মোকলেছু রহমান নিহত হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি কাজী আজিজুর রহমান।

আজকের বাজার/একেএ