গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর জঙ্গি হামলার তিন বছর পূর্ণ হলো আজ সোমবার।
২০১৬ সালের ১ জুলাই গুলশানের ওই রেস্টুরেন্টে পাঁচজন সশস্ত্র জঙ্গি হামলা চালায়। এতে দেশি-বিদেশি নাগরিকসহ ২২ জন নিহত হন।
জঙ্গিরা নিরীহ মানুষদের হত্যার আগে তাদের জিম্মি করে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে যায়।
নিহতদের মধ্যে ইতালির ৯, জাপানের সাত, ভারতের এক, একজন বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান নাগরিক এবং দুজন বাংলাদেশি ছিল। এছাড়া হামলায় বাংলাদেশের দুজন পুলিশ সদস্যও নিহত হয়েছিলেন।
পরের দিন ২ জুলাই সকালে বাংলাদেশ আর্মির প্যারা কমান্ডো ব্যাটালিয়নের অভিযানের পর তিনজন বিদেশিসহ ১৩ জনকে উদ্ধার করা হয় এবং ২০ জনের মরদেহ পাওয়া যায়। অভিযানে পাঁচ জঙ্গি এবং রেস্টুরেন্টের এক কর্মচারী নিহত হন এবং সন্দেহভাজন এক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়।
হামলার ঘটনায় গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে মামলা ডিবিতে স্থানান্তর করা হয়। ২০১৮ সালের ২৩ জুলাই আলোচিত এ মামলার চার্জশিট দাখিল করে পুলিশ।
হামলার পেছনে ২১ জন জড়িত বলে জানা যায়। যাদের মধ্যে বিভিন্ন সময়ে বন্দুকযুদ্ধে ১৩ জন নিহত হন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
তিনি জানান, আটজনের মধ্যে ছয়জন কারাগারে রয়েছে এবং বাকি দুজন পলাতক।
কারাগারে থাকা ছয়জন হলেন- জাহাঙ্গীর আলম ওরফে রাজিব গান্ধি, রাকিবুল হাসান রিগান, রাশিদুল ইসলাম ওরফে রায়াশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে ছোট মিজান এবং হাদিছুর রহমান সাগর।