হলি আর্টিজান বেকারীতে জঙ্গী হামলা মামলায় ৭ আসামীর মৃত্যুদন্ড ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি.এম) কাদের এমপি।
তিনি বলেন, এই রায়ে আইনের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধাবোধ বৃদ্ধি পাবে। বিপথগামী তরুণদের স্বাভাবিক জীবনে ফিরতে এই রায় সহায়ক হবে।
আজ এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, সাড়ে ৩ বছর আগে গুলশানের হলি আর্টিজান বেকারীতে পৈশাচিক হামলায় দেশে ভাবমূর্তি দারুণভাবে ক্ষুন্ন হয়েছে। এই মামলার রায়ে দেশের ভাবমূর্তি অনেকাংশে পুনরুদ্ধার হবে। বাংলাদেশ এবং এদেশের সাধারণ মানুষ কখনোই জঙ্গীবাদে বিশ্বাস করে না। তাই কখনোই জঙ্গিবাদ এদেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। তথ্য:বাসস
আজকের বাজার/আখনূর রহমান