গুলশানের হলি আর্টিজান মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি মামুনুর রশিদ রিপন ওরফে রেজাউল করিম রেজাকে গ্রেপ্তার করেছ র্যাব।
র্যাব বলছে, গ্রেপ্তার রিপন নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য এবং গুলশান হামলার অর্থ ও অস্ত্র জোগান দাতা।
শনিবার রাতে গাজীপুরে বোর্ডবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকাসহ ওই জেএমবি নেতাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে র্যাব সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই সন্ধ্যায় হলি আর্টিজান বেকারিতে বোমা, গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র নিয়ে ১৮ জন বিদেশিসহ কিছু লোককে জিম্মি করে জঙ্গিরা।
পরে ইতালির নয়জন, জাপানের সাতজন, ভারতের একজন, বাংলাদেশি বংশদ্ভূত আমেরিকার দুজনসহ ২০ জনকে হত্যা করা হয়। এছাড়া বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকতা সালাহ উদ্দীন আহমেদ খান ও গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার রবিউল ইসলাম মারা যান।
পরদিন সকালে কমান্ডো অভিযান চালিয়ে বেকারির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। অভিযান শেষে ছয় জঙ্গির লাশ পাওয়ার কথা জানানো হয়। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ