রাজধানীর গুলশানে ১৭ বিদেশিসহ ২২ জনের জীবন কেড়ে নেয়া হলি আর্টিজান ক্যাফেতে হামলা মামলার রায় ২৭ নভেম্বর ঘোষণা করা হবে।
রবিবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মজিবুর রহমান আসামি পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে এ তারিখ নির্ধারণ করেন।
এ মামলায় পুলিশ আট অভিযুক্ত জঙ্গির বিরুদ্ধে ২০১৮ সালের ২৩ জুলাই অভিযোগপত্র জমা দেয়।
গত বছরের ৩ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষী রিপন কুমার দাসের ট্রাইব্যুনালের সামনে জবানবন্দি দেয়ার মাধ্যমে এ চাঞ্চল্যকর মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়।
আজকের বাজার/লুৎফর রহমান