গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় হামলার মামলায় তদন্ত প্রতিবেদনের জন্য আগামী ২৫ জুন দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ মে) ঢাকার মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন এ দিন ধার্য করেন। ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে। সেদিনই উদ্ধার অভিযানের সময় বন্দুকধারীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরদিন সকালে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় পাঁচ হামলাকারী।পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।
আরজেড/