হলি আর্টিজান হামলা মামলার অভিযোগপত্র এ মাসেই

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় করা মামলায় অভিযোগপত্র চলতি মাসেই দাখিল করা হবে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম।

রোববার ৩ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এমন তথ্য জানান।

মনিরুল ইসলাম বলেন, হলি আর্টিজান মামলার চার্জশিট এ মাসেই দেওয়া হবে। এই মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সাগর, রিপন, আকরাম ও খালিদ নামে চারজন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে গ্রেপ্তার করা সম্ভব না হলে তাদের পলাতক দেখিয়েই চার্জশিট দেওয়া হবে।

উল্লেখ, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে দেশের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। পরদিন সকালে কমান্ডো অভিযান চালানো হয়। ‘অপারেশন থান্ডার বোল্ট’ নামে ওই অপারেশনে ৫ জঙ্গিসহ ৬ জন নিহত হয়।

আজকের বাজার:এলকে/এলকে ৩ ডিসেম্বর ২০১৭