গুলশানের হলি আর্টিজান বেকারিতে নিহত ৫ জঙ্গির ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করবে ঢাকা মেডিক্যালের ফরেনসিক মেডিসিন বিভাগ। ১ জুলাই শনিবার দুপুরে এ প্রতিবেদন হস্তান্তর করা হবে।
ঢমেক হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, গুলশানের হলি আর্টিজান বেকারিতে নিহত ৫ জঙ্গির ময়নাতদন্ত প্রতিবেদন আমরা হাতে পেয়েছি। শনিবার বেলা ১২টার দিকে তা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এর আগে ১৯ জুন হলি আর্টিজান বেকারিতে হামলায় নিহত ২০ জনের ময়নাতদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। এতে নিহত হয় তিন বাংলাদেশি নাগরিকসহ ২০ জন। অন্যদের মধ্যে ৯ জন ইতালির, ৭ জন জাপানের এবং একজন ভারতীয়। এছাড়া জঙ্গিদের হামলার শুরুতেই দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। রেস্তোরাঁর ভেতরে রাতভর জিম্মি ছিলেন অন্তত ২৪ জন, যাদের প্রায় ১১ ঘণ্টা পর পরদিন সকালে সেনা কমান্ডো পরিচালিত ‘অপারেশন থান্ডার বোল্টে’র সময় উদ্ধার করা হয়। এছাড়া রাতের বিভিন্ন সময় উদ্ধার করা হয় আরও অন্তত ৭ জনকে।
অপারেশন থান্ডার বোল্টের পর রেস্তোরাঁ থেকে ৫ জঙ্গিসহ ৬ জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া পালাতে গিয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেক রেস্তোরাঁকর্মী। এ ঘটনায় গুলশান থানায় দায়ের হওয়া মামলাটি কাউন্টার টেরোরিজম ইউনিট তদন্ত করছে।
আজকের বাজার: এলকে/এলকে ১ জুলাই ২০১৭