আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদন পাওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া ‘সৌভাগ্যবান’ হলুদ জার্সি গায়েই বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা।
বাজে পারফরমেন্স দিয়ে শুরু করা শ্রীলংকা হেডিংলিতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ায় দশ দলের এ টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে।
প্রথম ম্যাচগুলো গাড় নীল রঙ্গের জার্সি পড়ে মাঠে রেমেছে শ্রীলংকা। তবে এখন গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে গায়ে চাপাবে হলুদ রঙ্গের জার্সি।
আইসিসির এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘রঙ হিসেবে হলুদ জার্সি ব্যবহারে আমরা শ্রীলংকার অনুরোধ অনুমোদন দিয়েছি। টুর্নামেন্ট শুরুর আগে সব দলই বিকল্প হিসেবে একটা রঙ পছন্দ করেছে।’
১৯৯৬ চ্যাম্পিয়ন শ্রীলংকার সামনে গ্রুপ পর্বে আর তিনটি ম্যাচ বাকি আছে। আগামী শুক্রবার লংকানরা মোকাবেলা করবে সেমিফাইনাল খেলতে না পরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর বাকি দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে।
বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। ভারত ও নিউজিল্যান্ডও কাছাকাছি পৌঁছে গেছে।