হল্টেড তিন কোম্পানি

ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় বিক্রেতার সঙ্কটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত তিন কোম্পানি। কোম্পানিগুলো হলো- মডার্ণ ডাইং, বিডি অটোকার্স এবং লিবরা ইনফিউশন লিমিটেড।

দুপুর ১২টার দিকে কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূন্য ছিল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, দুপুর ১২টার দিকে মডার্ণ ডাইংয়ের ক্রেতার ঘরে ১৩৫টি শেয়ার ৩৩১.২০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানির ৭ হাজার ৫১৬টি শেয়ার ১৮২ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৮.৭৩ শতাংশ বেড়ে সর্বশেষ ৩৩১.২০ টাকায় লেনদেন হয়।

এদিকে বিডি অটোকার্সের ক্রেতার ঘরে ৬ হাজার ৮৩৯টি শেয়ার ৩১০.৪০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানির ৯৪ হাজার ৫৪৩টি শেয়ার ৫৭৪ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৮.৭২ শতাংশ বেড়ে সর্বশেষ ৩১০.৪০ টাকায় লেনদেন হয়।

এছাড়া লিবরা ইনফিউশনের ক্রেতার ঘরে ১২ হাজার ৯৭৯টি শেয়ার ১০৮৫.৫০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানির ১৫ হাজার ৭৪১টি শেয়ার ৩৯৮ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৬.২৪ শতাংশ বেড়ে সর্বশেষ ১০৮৫.৫০ টাকায় লেনদেন হয়।

আরএম/