সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেনের শুরুতেই বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ২টি হলো : জমিনেজ স্টিল লিমিটেড ও ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড।
ডমিনেজ স্টিল লিমিটেড : কোম্পানিটির শেয়ার আগেরদিন ক্লোজিং ছিল ৩২.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ধাপ ৩৫.৯০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩.২০ টাকা বা ৯.৭৮ শতাংশ। শেয়ারটি তালিকাভুক্তর পর থেকে প্রতিদিনই বিক্রেতা সংকটে থাকছে।
ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড : কোম্পানিটির শেয়ার আগেরদিন ক্লোজিং ছিল ৩৩৩৩.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ধাপ ৩৫০০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৬৬.৬০ টাকা বা ৪.৯৯ শতাংশ। কোম্পনি নাম পরিবর্তনের পর থেকে প্রতিদিন বিক্রেতা সংকটে থাকছে।