জুভেন্টাস অধিনায়ক জর্জিও চিয়েলিনির হাঁটুতে অস্ত্রোপচার সফল জানিয়ে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, এ জন্য অন্তত ছয় মাস মাঠের বাইরে কাটাতে হবে তাকে।
ইতোমধ্যে অবশ্য ২০ বছর বয়সী ডাচ ডিফেন্ডার ম্যাথিজ ডি লাইটকে চুক্তিবদ্ধ করেছে আট বারের চ্যাম্পিয়নরা। তবে সিরি এ লীগে তার সুচনাটা হয়েছে কিছুটা নাজুক। সপ্তাহের শেষ ভাগের লীগ ম্যাচে নাপোলির বিপক্ষে তিনটি গোল হজম করতে হয়েছে জুভেন্টাসকে। যদিও শেষ পর্যন্ত ৪-৩ গোলে জয়লাভ করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
দলের ওই রক্ষণভাগের নাজুক অবস্থাটি প্রমান করছে ৩৫ বছর বয়সি চিয়েলিনির অনুপস্থিতি ক্লাবটির জন্য বড় ক্ষতি। স্টান্ডে বসেই খেলাটি উপভোগ করেছেন জুভেন্টাস দলনেতা। ক্লাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুরে চিলিয়ানির অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে। তার ডান হাঁটুর সবগুলো পেশিকেই প্রতিস্থাপন করা হয়েছে।’
আজকের বাজার/লুৎফর রহমান