বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবিতে ৩৪ জনের প্রাণহানির ঘটনায় দায়ের করা মামলায় ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাসারের (৫৭) জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মনিরুজ্জামান শিকদারের আদালতে (ভার্চুয়াল আদালত) তার আইনজীবী সুলতান নাসের জামিনের আবেদন করেন। অপর দিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির বাবুল জামিনের বিরোধীতা করেন। উভয় পক্ষর শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে ১২ জুলাই রাতে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে র্যাব-১০ এর একটি দল তাকে গ্রেফতার করে। গত ১৪ জুলাই আবুল বাসারের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
গত ২৯ জুন সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা ‘মর্নিং বার্ড’ দোতলা লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ‘ময়ুর-২’ লঞ্চটি ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে মনিং বার্ড লঞ্চটি ডুবে যায়। লঞ্চডুবির ওই ঘটনায় ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। লঞ্চডুবির ঘটনায় অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে সাতজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান