দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম ফারুককে বরখাস্ত করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম ফারুককে দুর্নীতি দমন কমিশনের বিশেষ মামলায় দণ্ড দেয়া হয়। গণকর্মচারী অধ্যাদেশ ১৯৮৫ এর ৩ (১) ধারায় সাজা পাওয়ার কারণে রায় ঘোষণার তারিখ থেকে তাৎক্ষনিকভাবে চাকরি হতে বরখাস্তের বিধান রয়েছে। এ কারণে প্রধান বিচারপতি এক আদেশে ওই সাজার তারিখ (৯ মে) থেকে চাকরি থেকে তাকে বরখাস্ত করেন।
আজকের বাজার/এমএইচ