গাজীপুর সিটি নির্বাচন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল শুনানি পেছাল

হাইকোর্টের আদেশে স্থগিত হওয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে আপিল আবেদনের শুনানি পিছিয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (১০ মে) পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ দিন ঠিক করেন।

নির্বাচন কমিশনের আইনজীবী ওবায়দুর রহমান মোস্তফা আদালতকে বলেন, গাজীপুরের সিটি করপোরেশন নির্বাচনে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করবে। আপিল করার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজই আপিল করা হবে।

তখন আদালত বৃহস্পতিবার শুনানির দিন ঠিক করেন।

এর আগে গত রোববার ৩ মাসের জন্য গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

১৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন হওয়ার কথা ছিল।

গত সোমবার বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেন। গতকাল মঙ্গলবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন জাহাঙ্গীরের আইনজীবী।

রাসেল/