ঢাকা ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলায় জামিন হয়নি ব্যাংকটির ধানমন্ডি শাখার ভিপি ও ইনচার্জ মো. আমিনুল ইসলামের। বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। তবে তার জামিন শুনানির জন্য নিয়মিত কোর্ট খোলার এক সপ্তাহ পর্যন্ত মূলতবি রাখা হয়েছে।
ভুয়া বিলের মাধ্যমে ঢাকা ব্যাংকের ধানমন্ডি শাখা থেকে ২২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক এ মামলাটি দায়ের করে। ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আজ এ কথা জানান। শুনানিতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শরিফ আহমেদ।
আমিন উদ্দিন মানিক আরও জানান, দুদকের সহকারী পরিচালক মো. ইকবাল হোসন সাতজনকে আসামি করে ধানমন্ডি থানায় ২০১৮ সালের ২৩ ডিসেম্বর মামলাটি দায়ের করেন। মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তদন্তাধীন রয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান