বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ১৮ জন অতিরিক্ত বিচারপতি আজ শপথ নিবেন।
এদিন (৩১ মে) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এর আগে গত বুধবার (৩০ মে) সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি দুই বছরের জন্য তাদেরকে নিয়োগ দেন। শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।
নিয়োগপ্রাপ্ত বিচারকরা হলেন—ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য ও সাবেক জেলা জজ মো. আবু আহমদ জমাদার, পিআরএল ভোগরত আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব (জেলা জজ) মো. মোস্তাফিজুর রহমান, নরসিংদীর জেলা জজ ফাতেমা নজীব, ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হাসান মোল্লা, ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান, ঢাকা বিভাগীয় বিশেষ জজ মো. আতোয়ার রহমান, অ্যাডভোকেট এস. এম আব্দুল মবিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খিজির হায়াত, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাংক শেখর সরকার, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মহিউদ্দিন শামীম, অ্যাডভোকেট মো. রিয়াজ উদ্দিন খান, অ্যাডভোকেট মো. খায়রুল আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস. এম মনিরুজ্জামান, অ্যাডভোকেট আহমেদ সোহেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান ও অ্যাডভোকেট ড. কে. এম হাফিজুল আলম।
রাসেল/