হাইকোর্টে বেগম জিয়ার আপিল

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা।

মঙ্গলবার রায়ের পর্যবেক্ষণকে অস্পষ্ট দাবি করে বিচারিক আদালতে আবেদন করেন সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজ্জাক খান।

দুপুরে হাইকোর্টে খালেদা জিয়ার রায়ের কপি পর্যালোচনা করেন তার আইনজীবীরা। এর পর এ আপিল করেন তারা। কোন কোন বিষয়ের উপর আপিল করা হয়েছে আইনজীবীরা তা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন।

গত ৮ই ফেব্রয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসনকে ৫ বছরের কারাদণ্ড দেন মহানগর বিশেষ জজ আখতারুজ্জামান। পরে খালেদা জিয়াকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে রাখা হয়।

আরএম