হাইকোর্টে রিট করেছে বিএনপি, দাবি আ. লীগের

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভন্ডুলের ষড়যন্ত্র ছিল বিএনপির বলে মন্তব্য মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। আজ সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের একটি হোটেলে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, নিশ্চিত ভরাডুবির আভাস পেয়েই বিএনপি নির্বাচনের সীমানা সংক্রান্ত জটিলতা দেখিয়ে হাইকোর্টে রিট করিয়েছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ভোটে জিততে বিএনপি সারা দেশ থেকে সন্ত্রাসীদের গাজীপুরে জড়ো করেছিল। এর আগে গাজীপুরবাসী বিএনপির মেয়রের কাছ থেকে কোনো সেবা পায়নি। গাজীপুর সিটির নির্বাচন স্থগিত হওয়ার পেছনে সরকারের কোনো হাত নেই। আদালত রায় দিয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

এস/