সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নয়জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেয়া হয়েছে।
রোববার রাষ্ট্রপতি আবদুল হামিদের আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম।
নিয়োগপ্রাপ্ত নতুন বিচারকরা হলেন- মুহম্মদ মাহবু্ব-উল ইসলাম, ড. মো. জাকির হোসেন, ড. মো. আখতারুজ্জামান, শাহেদ নূরউদ্দিন, কাজী ইবাদত হোসেন, কে এম জাহিদ সারওয়ার, কাজী জিনাত হক, মো. মাহমুদ হাসান তালুকদার এবং এ কে এম জহিরুল হক।
সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান বলেন, নিয়োগপ্রাপ্ত নয় জন বিচারক সোমবার শপথ নেবেন।
আজকের বাজার/এমএইচ