বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপের হাই জাম্প ইভেন্টে স্বর্ণ জয়ের মাধ্যমে হ্যাট্রিক শিরোপা জয় করলেন মারিয়া ল্যাসিসকেনে। সোমবার কাতারের রাজধানী দোহায় বিরল এই কৃতিত্ব অর্জন করেছেন ২৬ বছর বয়সী রাশিয়ান নারী অ্যাথলেট মারিয়া।
নিরপেক্ষ অ্যাথলেট হিসেবে অংশগ্রহণের শর্তে যে ৩০জন রুশ অ্যাথলেট দোহা চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণের অনুমতি পেয়েছিলেন তাদের একজন হচ্ছেন মারিয়া। তিনি ইউক্রেনের ইয়রোস্লাভা মাহুচিককে টপকে স্বর্ণ পদক লাভ করেন। এর আগে ২০১৫ ও ২০১৭ চ্যাম্পিয়নশীপে হাই জাম্প ইভেন্টে স্বর্ণ পদক জয় করেছিলেন মারিয়া। ইভেন্টে ব্রোঞ্জ পদক লাভ করেছেন মার্কিন অ্যাথলেট ভাসতি কানিংহ্যাম।
শ্রেষ্ঠত্ব অর্জনের পর মারিয়া বলেন, ‘আজ প্রতিটি জাম্পেই আমাকে সংগ্রাম করতে হয়েছে। তৃতীয় এই পদক জয়টি যেন রূপকথার মত। অবশ্য গোটা দেশই আমার স্বর্ণ জয়ের ব্যাপারে আশাবাদী ছিল। তাদের ওই চাপটিকে আমি ভালভাবেই মোকাবেলা করতে সক্ষম হয়েছি। আজকের এই দিনটিকে আমি শুধু উপভোগ করে যেতে চাই।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি অবশ্যই অলিম্পিকের প্রস্তুতি নিচ্ছি। এটি হচ্ছে সেটিরই একটি প্রক্রিয়া। আশা করব সবকিছুই ঠিক থাকবে এবং আমি ২০২০ অলিম্পিকে লাফ দেব।’
আজকের বাজার/লুৎফর রহমান