মেঘনা এনার্জি লিমিটেডের মালিকানা অধিগ্রহণের অনুমতি পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড।বাংলাদেশ ব্যাংক এ অনুমতি দিয়েছে। সোমবার ১৫জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
মেঘনা এনার্জির ৪০ লাখ ৫৬ হাজার ৪৫৭টি বা কোম্পানির ৯৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ার মোট ৯১ কোটি ৭ লাখ ৫০ হাজার ২০০ টাকা দিয়ে কিনবে হাইডেলবার্গ সিমেন্ট।
কোম্পানির কারখানা সচলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য মেঘনা এনার্জি লিমিটেডের এই ৯৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ার কেনার অনুমোদন দেয় হাইডেলবার্গ সিমেন্টের পরিচালনা পর্ষদ। চুক্তি অনুযায়ী মেঘনা এনার্জি হাইডেলবার্গের কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে।
এই শেয়ার কিনতে হাইডেলবার্গ সিমেন্ট ৮৬ কোটি ৭ লাখ ৩৯ হাজার ৬১১ টাকা আনবে রেমিটেন্স আকারে। বাকি ৫ কোটি ১০ হাজার ৫৮৯ টাকা সরাসরি কোম্পানি ট্রান্সফার করবে। সব লেনদেন হবে নন-রেসিডেন্স ব্লক অ্যাকাউন্টে।
আজকের বাজার:এসএস/১৫জানুয়ারি ২০১৮