হাইতি কর্তৃপক্ষ বলছে, তারা প্রেসিডেন্ট জুভিনিল মইজিকে হত্যা এবং সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
দেশটির বিচার মন্ত্রী রকফেলার ভিনসেন্ট জানিয়েছেন, অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ করে দেয়ার পর অন্তত ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন শীর্ষ বিচারক ও জাতীয় পুলিশের কর্মকর্তাও রয়েছেন।
মইজি বলেন, আমি প্রাসাদের নিরাপত্তা প্রধানকে ধন্যবাদ জানাচ্ছি। আমার জীবনহানি করাই এসব লোকের লক্ষ্য ছিল। তাদের পরিকল্পনা নস্যাৎ করে দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জোসেফ জুথি বলেছেন, ষড়যন্ত্রকারীরা প্রেসিডেন্ট মইজিকে গ্রেফতার এবং অস্থায়ী প্রেসিডেন্ট নিয়োগের পরিকল্পনা করেছিল।
দেশটির জাতীয় পুলিশ বাহিনীর পরিচালক লিওন চার্লেস বলেছেন, কর্মকর্তারা ডকুমেন্ট, অর্থ ও অস্ত্র আটক করেছে। যেসব ডকুমেন্ট পাওয়া গেছে সেখানে শীর্ষ বিচারকের বক্তব্য পাওয়া গেছে। তাকে অন্তবর্তী নেতা বানানোর পরিকল্পনা করা হয়েছিল।
উল্লেখ্য, প্রেসিডেন্টের মেয়াদ নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে অভ্যুত্থানের চেষ্টা করা হয়।