হাইতিতে সরকার বিরোধী বিক্ষোভের কারণে একটি অস্থির অবস্থা বিরাজ করায় কানাডার কিউবেক থেকে আসা ২৫ স্কুল শিক্ষার্থী ও তাদের দেখভালের দায়িত্বে নিয়োজিত তিন অভিভাবকের একটি দল রোববার দেশটি ত্যাগ করতে সক্ষম হয়েছে। খবর এএফপি’র।
হাইতিতে সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে তারা হামলার শিকার হয়েছিল।
অভিভাবকদের একজন এএফপি’কে জানান, ‘আমরা বিমানে করে মন্ট্রিলে ফিরছি।’
কানাডার ট্যুর অপারেটর ট্রান্সাট পোর্ট-অ-প্রিন্স থেকে স্থানীয় সময় বিকেল ৩টা ৫৯ মিনিটে বিমানটি উড্ডয়নের কথা নিশ্চিত করেছে।
শিক্ষার্থীরা ছাড়াও কানাডায় সাময়িকভাবে বন্ধ রাখা দূতাবাসের কর্মীরাও দেশে ফিরছে।
একদিন আগে কানাডার ১৩১ পর্যটকের একটি দলকে হেলিকপ্টারের সাহায্যে সমুদ্র তীরবর্তী একটি পর্যটন কেন্দ্র থেকে উদ্ধার করা হয়। দেশটিতে চলমান অস্থিরতার কারণে তারা সেখানে আটকাপড়া অবস্থায় ছিল।