বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সনামধন্য একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দীর্ঘ ৮ বছর যাবত এই প্রতিষ্ঠানটি জনগনের সেবায় কাজ করে আসছে। বর্তমানে করোনা মহামারিকালীন সময়ে প্রথম থেকেই এই প্রতিষ্ঠান করোনায় আক্রান্ত সাধারণ রোগীদের করোনা পরীক্ষা ও চিকিৎসা সেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জ লিঃ, সিএসই বোর্ড এর সম্মানিত পরিচালকবৃন্দ এবং সিএসই ব্রোকারস এর সম্মানিত মালিকগণ মানবিক এই কার্যক্রমের সাথে অংশীদারি হওয়ার জন্য বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসকে ১টি “হাই ফ্লো হিটেট রেস্পিরেটোরি হিউমিডিফাইয়ার” মেশিন করোনা রোগীসহ অন্যান্য রোগীদের সেবায় প্রদান করেছে।
গত ৭ জুলাই ২০২০ সিএসই এর ব্যবস্থাপক জনাব মিনহাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস এর পরিচালক প্রফেসর ডঃ এম এ হাসান চৌধুরী এর কাছে মেশিনটি হস্তান্তর করেন। এই মেশিনটি করোনা রোগীসহ অন্যান্য রোগীদের সেবার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
সিএসই বোর্ড এর সম্মানিত পরিচালকবৃন্দ এবং সিএসই ব্রোকারস এর সম্মানিত মালিকদের উদ্যোগে চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জ লিঃ এই কার্যক্রমের সাথে যুক্ত হতে পেরে খুবই আনন্দিত।